Logo

অপরাধ    >>   ইনস্টাগ্রামে ছবি পোস্ট স্ত্রীর , গ্রেফতার স্বামী

ইনস্টাগ্রামে ছবি পোস্ট স্ত্রীর , গ্রেফতার  স্বামী

ইনস্টাগ্রামে ছবি পোস্ট স্ত্রীর , গ্রেফতার স্বামী

বিভিন্ন অপরাধে অভিযুক্ত এক  মাদক সম্রাট দুই বছর ধরে লুকি‌‌‌য়ে ছিলেন । অনেক চেষ্টার পরেও পুলিশ তাকে ধরতে পারছিলো না। কিন্তু হঠাৎ একদিন সেই আসামির সন্ধান মিলে যায় তারই স্ত্রীর মাধ্যমে। নিজেদের অর্থবিত্ত-আভিজাত্যের প্রকাশ করতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন তার স্ত্রী। আর সেটি পোস্ট দেখেই তাদের অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী এবং ধরা পড়েন পলাতক মাদক সম্রাট।
সম্প্রতি ব্রাজিলে ঘটেছে এমন চাঞ্চল্যকর এই ঘটনাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে জানা যায়, গ্রেফতার মাদক সম্রাটের নাম রোনাল্ড রোল্যান্ড। আর তার স্ত্রীর নাম আন্দ্রেজা ডে লিমা।
অভিযোগ রয়েছে, মেক্সিকোর কুখ্যাত ড্রাগ কার্টেলের সঙ্গে যোগাযোগ ছিল রোল্যান্ডের। গত পাঁচ বছরে অন্তত ৯০ কোটি মার্কিন ডলার পাচার করেছেন তিনি। এ কারণে রোল্যান্ডকে দুই বছর ধরে গ্রেফতারের চেষ্টা করছিল পুলিশ।
সম্প্রতি তার স্ত্রী লিমা তাদের মধ্যাহ্নভোজের অবস্থান ট্যাগ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। সেটি দেখে তাদের অবস্থান শনাক্ত করে ব্রাজিলের পুলিশ।

https://www.instagram.com/reel/C9ORPzhC8Hs/?utm_source=ig_web_button_share_sheet


লিমার মালিকানায় একটি বিকিনির দোকান রয়েছে। নিজেদের ধন-সম্পত্তি ও বিলাসবহুল জীবনযাপন জাহির করে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করতেন তিনি।
বলা হচ্ছে, মাদক সম্রাট রোল্যান্ড অর্থপাচারের জন্য প্রায় ১০০টি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করতেন। সেগুলোর মধ্যে স্ত্রীর দোকানটি অন্যতম।মজার বিষয় হলো, সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে রোল্যান্ডের বিপদে পড়ার অভিজ্ঞতা এটাই প্রথমবার নয়। সাবেক স্ত্রীর পোস্টের জের ধরে ৫০ বছর বয়সী এ মাদক সম্রাটকে আগেও একবার গ্রেফতার করেছিল পুলিশ।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert